পূর্বস্থলী ও চুপির চর

PCA অ্যাডমিন | অক্টোবর 7, 2024

পশ্চিমবঙ্গের যেসব পর্যটন কেন্দ্রগুলো পাখির জন্য জনপ্রিয় চুপির চর বা চুপি-কাষ্ঠশালী পাখিরালয় তাদের একটি। পূর্বস্থলী ও চুপি গ্রামের আশেপাশের কিছু দর্শনীয় স্থান পর্যটকদের আকর্ষণ করলেও, চুপির চর ও তার চারপাশের জীববৈচিত্র্য, বিশেষত পরিযায়ী পাখি – এখানকার মূল আকর্ষণ। কলকাতা থেকে ১২০ কিমি ঊত্তরে, পূর্ব বর্ধমান জেলার একটি উল্লেখযোগ্য গ্রাম পূর্বস্থলী। পূর্বস্থলী রেল স্টেশনের উত্তর ভাগে পূর্বস্থলী থানার পূর্বস্থলী ২ ব্লকের কালনা উপবিভাগের অন্তর্গত গ্রাম চুপি, এটি নবদ্বীপ থেকে মাত্র ৮ কিমি উত্তর – পশ্চিমে অবস্থিত। চুপি গ্রামে গঙ্গা তথা ভাগীরথী নদী তার পশ্চিম তীরে যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি করেছে তারই নাম চুপির চর।

আমরা চুপির চরে গেছিলাম ২০২২ এর ডিসেম্বরে। মূলত পাখি দেখতে। সেই উদ্দেশ্যে কাষ্ঠশালী ঘাট থেকে নৌকায় করে হ্রদের কিছু অংশ পরিক্রমা করেছিলাম। পরবর্তীতে এই জায়গাগুলির সম্পর্কে জানতে গিয়ে খুঁজে পেলাম বৃহত্তর পূর্বস্থলীর উল্লেখযোগ্য ইতিহাস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।