একদিনের ছোট সফর: ইছাই ঘোষের দেউল

বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে দিল্লি-কলকাতা হাইওয়ে ধরলাম আমরা। সৌমেনের এক পরিচিত ভাই, শুভদীপকে নিয়ে চার জনের দল আমাদের। বেশ কিছুটা চলার পর গলসী, গোলগ্রাম, বুদবুদ, পানাগড় ছাড়িয়ে কাঁকসার থেকে ডান দিকে ইলামবাজারে যাওয়ার রাস্তায় গাড়ি চলতে লাগল।