ওরগ্রাম জঙ্গলে একদিন

PCA অ্যাডমিন | অক্টোবর 2, 2023

বর্ধমানে গেছিলাম একটা কাজে। কাজ শেষে সৌমেন জিজ্ঞাসা করল ক্যামেরাটা এনেছিস? GoPro টা কেনার পর থেকে ছুটির দিনে কোথাও বেরোলে সাধারণত সাথে রাখি। ব্যাস, বেরিয়ে পড়লাম সৌমেনের বাইকে চেপে। ও বলল, আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাবে। জায়গাটির নাম ওড়গ্রাম!

কলকাতা থেকে ১৩০ কিমি দূরে, পূর্ব বর্ধমান জেলার একটি গ্রাম ওড়গ্রাম বা ওড়গাঁ। এটি ভাতার থানার ভাতার সি ডি ব্লকের (Bhatar CD block) বর্ধমান সদর উত্তর উপবিভাগের (Bardhaman Sadar North subdivision) অন্তর্গত। বর্ধমান থেকে সড়কপথে (NH 2B) বোলপুর বা সিউড়ি যাওয়ার সময় গুসকরার একটু আগেই পরে ওড়গ্রাম। ওড়গ্রাম ও তার আশেপাশের অন্যান্য গ্রামে বেশ কিছু পুরনো নিদর্শন এবং ইতিহাস ছড়িয়ে থাকলেও এখানকার মূল আকর্ষণ ওড়গ্রাম জঙ্গল। ন্যাশনাল হাইওয়ে (NH 2B) দিয়ে বর্ধমান থেকে বোলপুরের দিকে যাওয়ার সময় ওড়গ্রাম সায়েরপাড় বাস স্টপ থেকে ডানদিকে মোড় ঘুরে জঙ্গলের দিকে যাওয়া যায়। যদিও আমরা ভুল করে এই মোড়ের একটু আগে ওড়গ্রাম হাই মাদ্রাসা মোড় থেকে ডানদিকে ঘুরে ওড়গ্রাম থেকে ভাতার যাওয়ার রাস্তা ধরে গ্রামের বেশ কিছুটা ভেতরে চলে গেছিলাম। তবে এই ভুলের ফল ভালোই হয়েছিল। গ্রামটাকে আর একটু ভালো করে দেখতে পেয়েছিলাম। এই রাস্তার দুপাশে বেশ কিছু মাটির দোতলা বাড়ি দেখা যায়। যাইহোক, এরপর Google Map এর সাহায্য নিয়ে, আর একবার ন্যাশনাল হাইওয়ে (NH 2B) হয়ে, সায়েরপাড় বাস স্টপ থেকে ওড়গ্রাম জঙ্গলে পৌঁছেছিলাম।

ওড়গ্রামের জঙ্গলে মূলত শাল, সেগুন, শিশু, ইউক্যালিপটাস গাছের প্রাধান্য দেখা যায়। জঙ্গলের ভেতর দিয়ে মোরামের রাস্তা বরাবর গেলে একপ্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া যায়। জঙ্গলে ঘুরে অন্যান্য সকলের মত Silverline Resort এ খাওয়া-দাওয়া করে ফিরে এসেছিলাম বর্ধমানে। ফেরার সময় বৃষ্টির পরে সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য ছিল মনে রাখার মত…

এখানে উল্লেখযোগ্য, হঠাৎ করেই সেদিন ওরগ্রামে গেছিলাম। তাই এই জায়গার সম্পর্কে না ছিল কোনো তথ্য, না ছিল পড়াশোনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত এক ঐতিহাসিক পরিত্যক্ত বিমানবন্দর আছে এখানে। এর খুব কাছাকাছি গিয়েও সেদিন ওখানে যাওয়া হয়নি। পরবর্তীতে অন্তত আর একবার এই জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। সবকিছু ভালো করে দেখার জন্য…

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।