কলকাতা আমার বড্ড প্রিয় একটি শহর! তা যতই কোলাহল, দূষণ বা আধুনিকতা তার জৌলুস কেড়ে নিক না কেন, ছেলেবেলা থেকে এই শহরের প্রতি একটা টান আমার রয়েই গেছে। তাই কলকাতা দিয়েই শুরু করা যাক। ২০২২ এর দুর্গাপুজোর সময় কেনা GoPro ক্যামেরাটাকে শহরের রাস্তায় একটু ঝালিয়ে নিতে এক শীতের সকালে বেড়িয়ে পড়েছিলাম।
ময়দান থেকে শুরু করে ভিক্টোরিয়ার আশপাশ ঘুরে, পার্ক স্ট্রিট ছাড়িয়ে মির্জা গালিব স্ট্রিট, মার্কেট স্ট্রিট হয়ে ধর্মতলা ও তারপর ডেকার্স লেন। এরপর রাজভবন, আকাশবানী, ইডেন গার্ডেন ছাড়িয়ে, স্ট্র্যান্ড রোড হয়ে সোজা বাবুঘাট। এরপর গঙ্গার ধার হাঁটতে হাঁটতে প্রিন্সেপ ঘাট। এটাই ছিল সংক্ষেপে ওইদিনের যাত্রা।
